অত্র প্রতিষ্ঠানটি ১৯১২ সালে অত্র অঞ্চলের ততকালীন জমিদার সূর্য্য প্রসন্ন বাজপেয়ী মহাশয় তাঁর প্রজাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাঁন মমতাময়ী মা শ্রীমতি রাজলক্ষ্মী দিবব্যা এর নামানুসারে ‘‘ রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ’’ নামে প্রতিষ্ঠানটি করেন। তাঁর একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ১৯২১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃতি লাভ করে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তন সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার স্ব নামে সুনামের সাথে সমাজের প্রতি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ২০১০ সালে মাননীয় সাংসদ পিরোজপুর-১ আসনের বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল সাহেব ও অত্র প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কমিটির স্বনামধন্য ও বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে অত্র প্রতিষ্ঠানটি ২০১০ সালে কলেজে রুপান্তরিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস