ইতিহাস
<p>পিরোজপুর জেলাধীন জিয়ানগর উপজেলার অর্ন্তগত ১নং পাড়েরহাট ইউনিয়নে মেয়েদের আলাদাভাবে ধর্মী শিক্ষায় শিক্ষিত হইবার কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় নাই। তাই জননেতা বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম,এ আউয়াল, এম,পি, মহোদয় এর সার্বিক তত্ত্বাবধায়নে আলহাজ্ব মাও: গিয়াসউদ্দিন সেলিম এর একক উদ্দ্যোগে এবং এলাকার ধর্মপ্রান মানুষের সহযোগীতায় ০১/০১/২০০০ ইং সনে ১নং পাড়েরহাট ইউনিয়নে মেয়েদেরকে যুগ উপযোগী ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। মসজিদের নামে দান করে নিজস্ব অর্থায়নে ১৩৫ হাত একটি কাঁচা কাঠের ঘর নির্মান করে পাঠদান শুরু করে। ০১/০১/২০০৬ সালে বাংলাদেশ সজিদের ভবন নির্মান করা হয়। আনুমানিক ব্যায় ৩৫,০০,০০০/- (পয়ত্রিশ লক্ষ) টাকা। সজিদটি সুনামের ও সুখ্যাতির সাথে পরিচালিত হইয়া আসিতেছে।</p>